Sunday, October 21, 2018

নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন _-- পরব_১


 নৈতিকতা,মূল্যবোধ ও সুশাসন থেকে দশ (১০) নম্বর পরীক্ষায় বরাদ্দ থাকে । বাংলাদেশের যে সামাজিক রীতিনীতি প্রচলিত আছে তা জানা বা অভ্যাস থাকলেই এই অংশে ভালো করবেন । নচেৎ খারাপ করবেন অর্থাৎ ৬ পাবেন । ভালো বলতে ৮/৯ নম্বর বুঝিয়েছি।
প্রথমে সিলেবাস দেখুন। এরপর পর্যায়ক্রমে প্রতিটি অংশ পড়ুন। মূল্যবোধ শিক্ষা ও সুশাসনের সংজ্ঞা আপনি একাদশ শ্রেণির “পৌরনীতি ও সুশাসন” বইতে পাবেন । নৈতিকতা সম্পর্কেও সেখানে বিস্তারিত দেয়া আছে ।
আপনার প্রথম কাজ হবে বিগত পরীক্ষার প্রশ্ন পর্যবেক্ষন করা। দেখবেন এক দুটো প্রশ্ন একটু প্যাচের । মানে আপনার সিদ্ধান্তের সাথে অন্য জনের উত্তর মিলছেনা । এমন প্রশ্ন একটা হলেও পিএসসি দেয়ার চেষ্টা করে। প্লিজ এমন প্রশ্ন এড়িয়ে যাবেন। আত্মবিশ্বাস থাকলে উত্তর করবেন।


আমাদের কিছু প্রশ্নও থাকবে আপনাদের জন্য।
১।নীতিবিদ্যার আলোচ্য বিষয় কী ?
উঃ সমাজে বসবাসকারী মানুষের আচরণের আলোচনা  ও মূল্যায়ন
২। সামাজিক মূল্যবোধের ভীত্তি কী?
উঃ আইনের সুশাসন

৩।সুশাসনের পূর্বশর্ত হচ্ছে
উঃ মত প্রকাশের স্বাধীনতা
৪।আইন শব্দটি কন ভাষার ?
উঃ ফরাসি

No comments:

Post a Comment

কিভাবে গ্রাফিক ডিজাইনিং থেকে অর্থ উপার্জন করবেন. গ্রাফিক ডিজাইনিং ফ্রি অ্যাডভান্স কোর্স এখানে

 গ্রাফিক ডিজাইন থেকে অর্থ উপার্জন করতে নিম্নলিখিত পদক্ষেপগুলি অনুসরণ করতে পারেন: 1. **দক্ষতা এবং অভিজ্ঞতা তৈরি করুন**: প্রথম পদক্ষেপ হলো গ্র...