Monday, October 29, 2018

কে হবে জ্ঞানের রাজা

সাধারন জ্ঞানের জগত  এ আপনাকে সাগতম। এই প্রথম ইউনিয়ন ও থানা  ভিত্তিক  সাধারন জ্ঞানের প্রতিযোগিতা আওজন করতে যাচ্চি। এই প্রতিযোগিতায় প্রত্যেক ইউনিয়ন  থেকে ১০০০ জন ছাত্র ছাত্রী অংশগ্রহণ করতে পারবে। এদের মধ্যে থেকে ১ম রাউন্ড  এ ১০০ জন কে MCQ Test এর মধ্যেমে বাছাই  করা হবে এবং ২য় রাউন্ড  এ ১০ জন এর গ্রুপ করা হবে ,প্রতেক গ্রুপ থেকে ১ম,২য় ও ৩য় স্থান অরজন কারিকে  ৩য় রাউন্ডে  নেয়া হবে। ৩য় রাউন্ডে  মোট ৩০ জন অংশগ্রহণ করতে পারবে এখান থেকে ১ম ১০ জন ফাইনাল রাউন্ড  অংশগ্রহণ  করতে পারবে। ফাইনাল রাউন্ডে ১ম স্থান অর্জনকারী  থানা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পাবে ও ইউনিয়ন  ১ম স্থান মেডেল ও টাকা পাবে। থানা র্যায়ের প্রতিযোগিতায় ১ম ও ২য়  স্থান অর্জনকারী   মেডেল ও টাকা পাবে। 


No comments:

Post a Comment

কিভাবে গ্রাফিক ডিজাইনিং থেকে অর্থ উপার্জন করবেন. গ্রাফিক ডিজাইনিং ফ্রি অ্যাডভান্স কোর্স এখানে

 গ্রাফিক ডিজাইন থেকে অর্থ উপার্জন করতে নিম্নলিখিত পদক্ষেপগুলি অনুসরণ করতে পারেন: 1. **দক্ষতা এবং অভিজ্ঞতা তৈরি করুন**: প্রথম পদক্ষেপ হলো গ্র...